ফেডারেশন কাপের সেমিতে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ। খেলা যেভাবে মাঠে গড়াচ্ছিল তাতে একপ্রকার ধরেই নেওয়া হচ্ছিল খেলা গড়াতে যাচ্ছে টাইব্রেকারে। কিন্তু অন্তিম মুহূর্তের গোল ভাগ্য নির্ধারণ করে দেয় দুই দলের।
খেলা তখন চলছে দীর্ঘ ১১৮ মিনিট। দুই পক্ষই সমান তিন গোল করে ম্যাচে সমতা বজায় রেখেছিল। আর দুই মিনিট পরেই রেফারির বাঁশি বেজে উঠত। খেলা গড়াত টাইব্রেকারে। কিন্তু তা আর হয়নি। ১১৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রহমতগঞ্জ। শেখ রাসেলকে বিদায় করে সেমিফাইনালে ওঠার টিকিট পায় তারা।
অন্তিম সময়ের গোলের ফলে শেখ রাসেলের বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালে উঠল রহমতগঞ্জ। দুই মৌসুম আগে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংসের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল রহমতগঞ্জের।
এবার তারা ফাইনালে ওঠার লড়াইয়ে এক ম্যাচ দূরে আছে। আর একটি ম্যাচ জিতলেই ফাইনালের মঞ্চে পা রাখবে দলটি।